পরবর্তীতে প্রয়োজন হলে সরকার পরিবর্তন, পরিবর্ধন বা সংস্কার করতে পারবে
ইবিটাইমস ডেস্কঃ সংরক্ষণ নিয়ে বড় রায় দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রায়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধার পরিবারের জন্য পাঁচ শতাংশ থাকছে।
রবিবার (২১ জুলাই) দীর্ঘ শুনানির পর বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে কোটা পূণর্বহাল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল হয়ে যাবে। অবশ্য সরকারি আইনজীবীরা বলেছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী, এখন থেকে সরকারি চাকরিতে নতুন কোটা নিম্নরূপঃ
মেধার ভিত্তিতে নিয়োগ ৯৩%
মুক্তিযোদ্ধা ৫%
নৃগোষ্ঠী ১%
প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ ১%
উল্লেখ্য যে,গত সোমবার থেকে দেশের সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী সহ প্রায় শতাধিকের
ওপরে মানুষ। নিহতদের মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য, সাংবাদিক ও সাধারণ নাগরিক।
বাংলাদেশের সুপ্রিন কোর্টের রায়ে দেশের সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ পুরোপুরি তুলে না দিলেও, সংশোধন ঘটানোর পক্ষে নির্দেশ দিল আদালত।
রায়ে বলা হয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরিবারের বংশধরেরা এখন থেকে সরকারি চাকরিতে ৫ শতাংশ সংরক্ষণ পাবেন। অন্যরা পাবেন ২ শতাংশ সংরক্ষণ।
সুপ্রিম কোর্টের রায়ের পর দেশের শিক্ষার্থীদের কোটা সংরক্ষণ সংস্কার আন্দোলনকারীদের তাৎক্ষণিকভাবে জানা যায় নি। অবশ্য কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন।
কবির আহমেদ/ইবিটাইমস