ভিয়েনায় প্রবাসী শিক্ষার্থী ও কমিউনিটির নেতৃবৃন্দ যৌথভাবে অস্ট্রিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে
ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৯ জুলাই) ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে “কনসার্ন সিটিজেন অফ বাংলাদেশ অস্ট্রিয়া’ (Concern citizen of Bangladeshi Austria)।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সকাল দশটা থেকে প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাসরত বিপুল সংখ্যক শিক্ষার্থী এই বিক্ষোভে অংশগ্রহণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ও বিক্ষোভ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া বাংলাদেশ সমিতির সহ সাধারণ সম্পাদক ও বরিশাল অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান শিবলী।
তাছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে সরকার কর্তৃক সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্য, ছাত্রদেরকে গুলি করে হত্যা, নির্যাতন, নিপীড়ন ও গ্রেফতারের প্রতিবাদে সরকারের তীব্র সমালোচনা করেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের
কাছে অর্ধ শতাধিকের ওপরে দেশের উদীয়মান তরুণ শিক্ষার্থীদেরকে হত্যার বিচার দাবী করেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মাসুদুর রহমান, শায়খ সাইদুর রহমান আজহারী, হানিফ ভূঁইয়া,পলাশ রহমান এবং কবির আহমেদ প্রমুখ।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সরকারি চাকরিতে এই বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলন, তাদের ন্যায্য আন্দোলন বলে জানান। তারা সরকারের নিরাপত্তা বাহিনী কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার তীব্র নিন্দা করেন। নেতৃবৃন্দ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি ও শিক্ষার্থীদের নেতৃবৃন্দ অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসারের কাছে একটি স্মারক লিপি জমা দেন।
এই স্মারক লিপিতে বাংলাদেশে নিরাপত্তা বাহিনী কর্তৃক শিক্ষার্থীদের হত্যা বন্ধের জন্য অস্ট্রিয়ান সরকারকে ইইউ সহ অন্যান্য আন্তর্জাতিক অঙ্গনে
চাপ প্রয়োগ করার অনুরোধ জানান।
কবির আহমেদ/ইবিটাইমস