ভিয়েনা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদ পীরগঞ্জে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ৩১ সময় দেখুন

আবু সাঈদের নামাজে জানাজায় শত শত মানুষের ঢল

ডেস্ক রিপোর্টঃ বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় তার জানাজার নামাজে শত শত মানুষের ঢল নামে। জানাজার নামাজে ইমামতি করেন, আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া।

সংবাদ মাধ্যম আরও জানায়,মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছায়। এলাকার শত শত মানুষ আবু সাঈদের মরদেহ একনজর দেখার জন্য বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন পেশায় দিনমজুর। ৯ ভাই-বোনের মধ্যে সবার ছোট সাঈদ। তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। এলাকাবাসী জানায়, ছোট থেকেই আবু সাঈদ ছিলেন অত্যন্ত মেধাবী। অসাধারণ ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল।

উল্লেখ্য যে,দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদ পীরগঞ্জে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত

আপডেটের সময় ০৮:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

আবু সাঈদের নামাজে জানাজায় শত শত মানুষের ঢল

ডেস্ক রিপোর্টঃ বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় তার জানাজার নামাজে শত শত মানুষের ঢল নামে। জানাজার নামাজে ইমামতি করেন, আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া।

সংবাদ মাধ্যম আরও জানায়,মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছায়। এলাকার শত শত মানুষ আবু সাঈদের মরদেহ একনজর দেখার জন্য বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন পেশায় দিনমজুর। ৯ ভাই-বোনের মধ্যে সবার ছোট সাঈদ। তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। এলাকাবাসী জানায়, ছোট থেকেই আবু সাঈদ ছিলেন অত্যন্ত মেধাবী। অসাধারণ ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল।

উল্লেখ্য যে,দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

কবির আহমেদ/ইবিটাইমস