ভিয়েনা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে আহত একজন মারা গেছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১২ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর।

এর আগে দুপুর ১২টা থেকে সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। তাদের একটু দূরেই অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাদের উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। সংঘর্ষের ফলে সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা কলেজ, ধানমন্ডি ও গ্রিন রোডের একাংশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঠি রয়েছে। তাদের অনেকেই ইট-পাটকেল ছুড়ছেন। হেলমেট পরা অবস্থায়ও আছেন অনেকে। ছাত্রলীগের পক্ষে মাঝবয়সী লোকজনকেও হামলা করতে দেখা গেছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে আহত একজন মারা গেছেন

আপডেটের সময় ০২:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

ইবিটাইমস, ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর।

এর আগে দুপুর ১২টা থেকে সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। তাদের একটু দূরেই অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাদের উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। সংঘর্ষের ফলে সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা কলেজ, ধানমন্ডি ও গ্রিন রোডের একাংশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঠি রয়েছে। তাদের অনেকেই ইট-পাটকেল ছুড়ছেন। হেলমেট পরা অবস্থায়ও আছেন অনেকে। ছাত্রলীগের পক্ষে মাঝবয়সী লোকজনকেও হামলা করতে দেখা গেছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন