ভিয়েনা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

আশুরার কারণে বুধবার আন্দোলন কর্মসূচি পালন করবে না শিক্ষার্থীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৫ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: পবিত্র আশুরার কারণে বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে বুধবার পবিত্র আশুরা থাকার কারণে কর্মসূচি থাকছে না।হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজকের মতো এখানে আন্দোলন স্থগিত ঘোষণা করছি। আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেব। সেটি পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের একদিকে দাঁড়ানো পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে লাঠিপেটা না করে সরাসরি গুলি করতে বলেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলন করে আজকের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এর আগে, বিশ্ববিদ্যালয় এলাকার পরমাণু শক্তি কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছিল প্রায় দুই শতাধিক পুলিশ। সেখান থেকে তাদের সরিয়ে উপাচার্যের বাসভবনের সামনে নিয়ে আসা হয়।

এদিকে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেন। এরপর বুয়েট শিক্ষার্থীরা দুই দফায় মিছিল নিয়ে সেখানে অবস্থান নেন। পরে রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে ফুলার রোড হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের উদ্দেশে রওনা হন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

জনপ্রিয়

৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আশুরার কারণে বুধবার আন্দোলন কর্মসূচি পালন করবে না শিক্ষার্থীরা

আপডেটের সময় ০৮:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

ইবিটাইমস, ঢাকা: পবিত্র আশুরার কারণে বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে বুধবার পবিত্র আশুরা থাকার কারণে কর্মসূচি থাকছে না।হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজকের মতো এখানে আন্দোলন স্থগিত ঘোষণা করছি। আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেব। সেটি পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের একদিকে দাঁড়ানো পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে লাঠিপেটা না করে সরাসরি গুলি করতে বলেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলন করে আজকের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এর আগে, বিশ্ববিদ্যালয় এলাকার পরমাণু শক্তি কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছিল প্রায় দুই শতাধিক পুলিশ। সেখান থেকে তাদের সরিয়ে উপাচার্যের বাসভবনের সামনে নিয়ে আসা হয়।

এদিকে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেন। এরপর বুয়েট শিক্ষার্থীরা দুই দফায় মিছিল নিয়ে সেখানে অবস্থান নেন। পরে রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে ফুলার রোড হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের উদ্দেশে রওনা হন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন