সরকারকে হটানো আগামীর প্রধান চ্যালেঞ্জ: মির্জা আব্বাস

ইবিটাইমস, ঢাকা: ভোটারবিহীন ‘ডামি’ সরকারকে হটানো এখন প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৩ জুলাই) শেরে বাংলা নগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

মির্জা আব্বাস বলেন, ঢাকা মহানগর বিএনপির উত্তর-দক্ষিণের নবনির্বাচিত নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে শপথ নিয়েছি, মাটি মা মানুষের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো। আর খালেদা জিয়া মুক্ত হলেই সারাদেশ মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে। তিনি বলেন, আপনারা জানেন, খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। আমরা দোয়া করি, তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। ঢাকা মহানগর বিএনপি দেশ রক্ষা, গণতন্ত্র রক্ষার জন্য যা কিছু করা দরকার তাই করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটা সংস্কার শিক্ষার্থীদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে। আমাদের আশঙ্কা হচ্ছে, সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উসকানি আছে বলে অন্যদিকে ধাবিত করার অপকৌশল করতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। অনেককে গুম, হত্যা করেছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছেন। এ সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন করবে।

বিএনপির অনেক কমিটিতে অর্থ বাণিজ্যর অভিযোগ আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিতে প্রথম আহ্বায়ক কমিটি হয়। তারপরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অর্থ বাণিজ্যের বিষয়টির সম্পূর্ণ ভিত্তিহীন।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »