বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে  এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে লায়ন নজরুল ইসলাম কলেজ ২-১ গোলে সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজকে পরাজিত করে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »