নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করে অস্ট্রিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে

অস্ট্রিয়া ডি গ্রুপে তাদের শেষ খেলায় জয়লাভ ও একই সময়ে ফ্রান্স পোল্যান্ডের সাথে ড্র করায় ৬ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া গ্রুপে শীর্ষ স্থান লাভ করে

স্পোর্টস ডেস্কঃ মঙ্গলবার (২৫ জুন) জার্মানির বার্লিনে প্রায় ৭৫,০০০ দর্শকের উপস্থিতিতে অস্ট্রিয়া ইউরো কাপ ফুটবলে ডি গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের ফুটবল ইতিহাসে এক অনবদ্য রেকর্ড গড়েছে।

অস্ট্রিয়া ডি গ্রুপের প্রথম খেলায় ফ্রান্সের বিরুদ্ধে ভালো খেলেও আত্মঘাতী গোলে পরাজিত হয় (০-১)। দ্বিতীয় খেলায় অস্ট্রিয়া পোল্যান্ডের বিরুদ্ধে ৩-২
গোলে জয়লাভ করে।

খেলার শুরুতেই ৬ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের এক আত্মঘাতী গোলে অস্ট্রিয়া এগিয়ে যায়। নেদারল্যান্ডসের রক্ষণভাগের খেলোয়াড় ডি মানেল
দুর্ভাগ্যবশত নিজেদের জালে বল পাঠিয়ে দিলে অস্ট্রিয়া ১-০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেললেও কেহ আর গোল পায় নি।

বিরতির পর শুরুতেই গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে নেদারল্যান্ডস। খেলার ৪৭ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের সি গাসকো গোল করে খেলায়
সমতা ফিরিয়ে আনে (১-১)। তারপর খেলার ৫৯ মিনিটে অস্ট্রিয়ার আর স্মিডের গোলে অস্ট্রিয়া এগিয়ে যায় (২-১)।

তারপর নেদারল্যান্ডস পুনরায় গোল পরিশোধের জন্য আক্রমণ জোরদার করে খেলতে থাকে। খেলার ৭৫ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের এম ডিপে পুনরায় খেলায় সমতা ফিরিয়ে আনে (২-২)।

নেদারল্যান্ডস খেলায় সমতা ফিরিয়ে আনার পর অস্ট্রিয়া পুনরায় জয়ের জন্য আক্রমণ জোরদার করে। খেলার ৮০ মিনিটের মাথায় অস্ট্রিয়ার আক্রমণ
ভাগের খেলোয়াড় এম সাবিৎজার সুন্দর হাফ বলির মাধ্যমে নেদারল্যান্ডসের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে নিজেদের ঐতিহাসিক জয়
নিশ্চিত করে।

খেলার নিয়মিত ৯০ মিনিটের পর আরও অতিরিক্ত ৮ মিনিট খেলা হয় ইনজুরি টাইমের। তবে এই সময়েনেদারল্যান্ডস আর গোল পরিশোধ করতে পারে নি।
এই গ্রুপ থেকে অস্ট্রিয়া গ্রুপ চ্যাম্পিয়ন, ফ্রান্স রানার্সআপ ও নেদারল্যান্ডস শ্রেষ্ঠ তৃতীয় স্থান অর্জনকারী হিসাবে শেষ ১৬ তে খেলবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »