অস্ট্রিয়া দ্বিতীয় খেলায় পোল্যান্ডের সাথে ৩-১ গোলে জয়লাভ করে গ্রুপে তৃতীয় স্থানে থাকলেও শেষ ১৬তে পৌঁছানোর সম্ভাবনা উজ্জ্বল করেছে
স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের (EURO 2024) ‘এফ’ গ্রুপ থেকে অস্ট্রিয়ান জাতীয় ফুটবল দল (ÖFB) রাউন্ড অফ ১৬-এ পৌঁছনো থেকে এক ধাপ দূরে।
অস্ট্রিয়া আগামীকাল নেদারল্যান্ডসের সাথে হারলেও উয়েফার নিয়ম অনুযায়ী ৬টি গ্রুপ থেকে ৪টি তৃতীয় স্থান অর্জনকারী দলের সাথে অস্ট্রিয়াও যাবে। অস্ট্রিয়া একটি জয় ও গোলের ব্যবধানে অন্যান্য গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারীধের থেকে অনেক এগিয়ে আছে।
মঙ্গলবার (বিকাল ৬টায়) জার্মানির রাজধানীতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যদি অস্ট্রিয়া জয়লাভ করে তাহলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করবে। তবে
অন্য দিকে অস্ট্রিয়া গ্রুপের ফ্রান্স যদি পোল্যান্ডের বিরুদ্ধে সমান্তরাল খেলায় জিততে না পারে,তাহলে ÖFB দলের পক্ষে গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হবে।
আর গ্রুপ ডি তে যদি ফ্রান্স জিতে এবং নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার খেলা ড্র হয়,তাহলে এই গ্রুপ থেকে ফ্রান্স ও নেদারল্যান্ডসের সাথে অস্ট্রিয়া ৪ পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবেই শেষ ১৬তে যাবে। আর অস্ট্রিয়া যদি নেদারল্যান্ডসের সাথে হারে তখন অন্যান্য গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারীধের সাথে গোল ও পয়েন্টের তুলনা করা হবে। সে হিসাবে অস্ট্রিয়া অনেকটাই এগিয়ে রয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস