অস্ট্রিয়ার প্রতিবেশী চেক প্রজাতন্ত্রের ব্র্যাটিস্লাভিস নাদ নিসু জেলার ক্যাসেল পার্কে শিশুদের পার্টিতে এই দুর্ঘটনা ঘটে
ইউরোপ ডেস্কঃ রবিবার (২ জুন) চেক প্রজাতন্ত্রের ব্র্যাটিস্লাভিস নাদ জেলার ক্যাসেল পার্কে শিশুদের এক পার্টিতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়,চেক শহর লিবারেকে বজ্রপাতে নয় শিশুসহ ১৮ জন আহত হয়েছে।
সংবাদ মাধ্যম আরও জানায় বজ্রপাতের আঘাতের পর অধিকাংশকেই মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে, যার মধ্যে দুই বছরের শিশু থেকে ১৬ বছর বয়সী যুবকরাও রয়েছে। তবে বজ্রপাতের কারনে কেউ দগ্ধ হয়নি এবং কাউকে কোনও প্রকার অস্ত্রোপচার করতে হয়নি।
দুর্ঘটনার পর পরই জরুরি পরিষেবার মাধ্যমে পাঁচজনকে পুনরুজ্জীবিত করা হয়েছে। অন্যান্য আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটি উদ্ধারকারী হেলিকপ্টার একটি শিশুকে প্রাগের মটোল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেছে।
বজ্রপাতের সময় শিশুসহ অন্যান্যরা পার্কের একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল। এটাই ছিল তাদের মারাত্মক ভুল সিদ্ধান্ত। কেননা গাছ বিদ্যুত পরিবাহী।
বিশেষজ্ঞরা মাঠে বজ্রপাতের সময় কোনও গাছের নীচে আশ্রয় নিতে নিষেধ করেন। সবচেয়ে ভালো হয় ঘরের ভিতরে থাকা বা গাছ থেকে দূরে খোলা
মাঠের মাঝখানে অবস্থান করা।
চেক প্রজাতন্ত্রের সংবাদ মাধ্যম CTK এজেন্সির তথ্য অনুসারে পুলিশের একজন মুখপাত্র বলেন, “বৃষ্টি ও ঝড়ের মধ্যে পার্কের একটি গাছে বজ্রপাত আঘাত হানে। ঠিক সেই সময় অসংখ্য মানুষ বৃষ্টি থেকে বাঁচতে গাছের নীচে দাঁড়িয়েছিল।
উল্লেখ্য যে,আন্তর্জাতিক শিশু দিবস ঐতিহ্যগতভাবে জুনের শুরুতে প্রথম রবিবার চেক প্রজাতন্ত্রে পালিত হয়।
গত কয়েকদিন যাবত চেক প্রজাতন্ত্রে অতি বৃষ্টি, বন্যা ও ঝড় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্রের পশ্চিমে অনেক নদী পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি করেছে। পিলসেন নগর প্রশাসন মানুষকে নদীর তীর থেকে দূরে থাকতে বলেছে।
কবির আহমেদ/ইবিটাইমস