ভিয়েনা ডেস্কঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকারম মসজিদে পবিত্র জুম্মার নামাজের পর অস্ট্রিয়া বিএনপির উদ্যোগে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) ভিয়েনার পাঁচ নাম্বার ডিস্ট্রিক্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মসজিদ ইসলামিক সেন্টার বায়তুল মোকারম মসজিদে পবিত্র জুম্মার নামাজের খুতবা,নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন কমিউনিটির ইমাম শায়খ গোলামুর রহমান আযহারী।
এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি এহছান উল্লাহ আলমগীর, সাবেক সহ সভাপতি কুতুব উদ্দিন বখতিয়ার সহ অস্ট্রিয়া বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
তাছাড়াও আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চিফ মাহবুবুর রহমান, অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি
কবির আহমেদ সহ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
দোয়ার অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস