ভিয়েনা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাস খানেক পর পর্দা উঠছে উয়েফা ইউরো কাপ ফুটবল ২০২৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ১০ সময় দেখুন

জার্মানির ১১টি শহরে এক মাসব্যাপী অনুষ্ঠিত হবে ইউরোপের এই জাঁকজমকপূর্ণ ফুটবল আসর, অস্ট্রিয়া খেলবে ‘ডি’ গ্রুপে

স্পোর্টস ডেস্কঃ আর মাত্র মাস খানেক পরেই উয়েফা (UEFA) ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর বসছে অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ জার্মানিতে।

এবছর অস্ট্রিয়া সহ ইউরোপের ২৪টি দেশ ৬ গ্রুপে বিভক্ত হয়ে এক মাসব্যাপী এই জাঁকজমক পূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বিশ্বকাপ ফুটবলের পরেই ইউরো কাপ ফুটবল প্রেমিকদের মন জয় করে থাকে। কেননা এই টুর্নামেন্টে ইউরোপের সব ফুটবল তারকারা তাদের সর্বোচ্চ ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে থাকে।

এবারের এই আসরটি আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত জার্মানির ১১টি শহরে অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউরো কাপের ৬ টি গ্রুপের ৪টি করে দলকে বাছাই চূড়ান্ত করা হয়েছে। গ্রুপ ঘোষণার আগে ২৪টি দলকে ৪টি পটে ভাগ করা হয়েছিল। সেখান থেকেই ড্র-এর মাধ্যমে ৬টি গ্রুপে ভাগ করা হয়।

Group A: গ্রুপ বিন্যাসের পর দেখা যায় অপেক্ষাকৃত সহজ গ্রুপেই পড়েছে আয়োজক জার্মানি। তাদের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড।

Group B: গ্রুপ বি -কে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। ৩টি বড় দল রয়েছে এই গ্রুপে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি সহ রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।

Group C: গ্রুপ সি-তে রয়েছে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। অপেক্ষাকৃত সহজ গ্রুপ। ইংল্যান্ডের সঙ্গে রয়েছে স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া।

Group D (Austria 🇦🇹): গ্রুপ ডি-ও যথেষ্ট কঠিন। ফ্রান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার সঙ্গে থাকছে পোল্যান্ড।

Group E: গ্রুপ ই-তে রয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও ইউক্রেন।

Group F: গ্রুপ এফ-এ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এটি রোনাল্ডোর শেষ ইউরো কাপ হতে চলেছে তা একপ্রকার নিশ্চিৎ। এই গ্রুপের পর্তুগাল ছাড়াও রয়েছে তুরস্ক,চেক রিপাবলিক ও জর্জিয়া।

এদিকে UEFA রেফারি কমিটি ১৮ জন রেফারি, তাদের রেফারি সহকারী দল এবং ভিডিও ম্যাচ অফিসিয়াল এবং সাপোর্ট ম্যাচ অফিসারদের নাম ঘোষণা করেছে, যারা UEFA EURO 2024-এ ৫১ টি ম্যাচের দায়িত্বে থাকবেন।

নির্বাচিত রেফারিদের সম্পূর্ণ তালিকা (বর্ণানুক্রমে):আর্তুর সোয়ারেস ডায়াস (পর্তুগাল), জেসুস গিল মানজানো (স্পেন), মার্কো গুইদা (ইতালি), ইস্তভান কোভাকস (রোমানিয়া), ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া), François Letexier (ফ্রান্স), ড্যানি ম্যাকেলি (নেদারল্যান্ডস), সাইমন মার্সিনিয়াক (পোল্যান্ড), হালিল উমুত মেলার (তুর্কি), গ্লেন নাইবার্গ (সুইডেন), মাইকেল অলিভার (ইংল্যান্ড), ড্যানিয়েল ওরসাতো (ইতালি), স্যান্ড্রো শেরার (সুইজারল্যান্ড), ড্যানিয়েল সিবার্ট (জার্মানি), অ্যান্টনি টেলর (ইংল্যান্ড), ক্লেমেন্ট টারপিন (ফ্রান্স), স্লাভকো ভিঞ্চিক (স্লোভেনিয়া), ফেলিক্স জোয়ার (জার্মানি)

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাস খানেক পর পর্দা উঠছে উয়েফা ইউরো কাপ ফুটবল ২০২৪

আপডেটের সময় ০৬:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

জার্মানির ১১টি শহরে এক মাসব্যাপী অনুষ্ঠিত হবে ইউরোপের এই জাঁকজমকপূর্ণ ফুটবল আসর, অস্ট্রিয়া খেলবে ‘ডি’ গ্রুপে

স্পোর্টস ডেস্কঃ আর মাত্র মাস খানেক পরেই উয়েফা (UEFA) ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর বসছে অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ জার্মানিতে।

এবছর অস্ট্রিয়া সহ ইউরোপের ২৪টি দেশ ৬ গ্রুপে বিভক্ত হয়ে এক মাসব্যাপী এই জাঁকজমক পূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বিশ্বকাপ ফুটবলের পরেই ইউরো কাপ ফুটবল প্রেমিকদের মন জয় করে থাকে। কেননা এই টুর্নামেন্টে ইউরোপের সব ফুটবল তারকারা তাদের সর্বোচ্চ ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে থাকে।

এবারের এই আসরটি আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত জার্মানির ১১টি শহরে অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউরো কাপের ৬ টি গ্রুপের ৪টি করে দলকে বাছাই চূড়ান্ত করা হয়েছে। গ্রুপ ঘোষণার আগে ২৪টি দলকে ৪টি পটে ভাগ করা হয়েছিল। সেখান থেকেই ড্র-এর মাধ্যমে ৬টি গ্রুপে ভাগ করা হয়।

Group A: গ্রুপ বিন্যাসের পর দেখা যায় অপেক্ষাকৃত সহজ গ্রুপেই পড়েছে আয়োজক জার্মানি। তাদের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড।

Group B: গ্রুপ বি -কে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। ৩টি বড় দল রয়েছে এই গ্রুপে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি সহ রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।

Group C: গ্রুপ সি-তে রয়েছে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। অপেক্ষাকৃত সহজ গ্রুপ। ইংল্যান্ডের সঙ্গে রয়েছে স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া।

Group D (Austria 🇦🇹): গ্রুপ ডি-ও যথেষ্ট কঠিন। ফ্রান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার সঙ্গে থাকছে পোল্যান্ড।

Group E: গ্রুপ ই-তে রয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও ইউক্রেন।

Group F: গ্রুপ এফ-এ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এটি রোনাল্ডোর শেষ ইউরো কাপ হতে চলেছে তা একপ্রকার নিশ্চিৎ। এই গ্রুপের পর্তুগাল ছাড়াও রয়েছে তুরস্ক,চেক রিপাবলিক ও জর্জিয়া।

এদিকে UEFA রেফারি কমিটি ১৮ জন রেফারি, তাদের রেফারি সহকারী দল এবং ভিডিও ম্যাচ অফিসিয়াল এবং সাপোর্ট ম্যাচ অফিসারদের নাম ঘোষণা করেছে, যারা UEFA EURO 2024-এ ৫১ টি ম্যাচের দায়িত্বে থাকবেন।

নির্বাচিত রেফারিদের সম্পূর্ণ তালিকা (বর্ণানুক্রমে):আর্তুর সোয়ারেস ডায়াস (পর্তুগাল), জেসুস গিল মানজানো (স্পেন), মার্কো গুইদা (ইতালি), ইস্তভান কোভাকস (রোমানিয়া), ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া), François Letexier (ফ্রান্স), ড্যানি ম্যাকেলি (নেদারল্যান্ডস), সাইমন মার্সিনিয়াক (পোল্যান্ড), হালিল উমুত মেলার (তুর্কি), গ্লেন নাইবার্গ (সুইডেন), মাইকেল অলিভার (ইংল্যান্ড), ড্যানিয়েল ওরসাতো (ইতালি), স্যান্ড্রো শেরার (সুইজারল্যান্ড), ড্যানিয়েল সিবার্ট (জার্মানি), অ্যান্টনি টেলর (ইংল্যান্ড), ক্লেমেন্ট টারপিন (ফ্রান্স), স্লাভকো ভিঞ্চিক (স্লোভেনিয়া), ফেলিক্স জোয়ার (জার্মানি)

কবির আহমেদ/ইবিটাইমস