ইবিটাইমস ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার ব্যক্তিগত দেহরক্ষী প্রধানকে বরখাস্ত করেছেন। দুই জন শীর্ষ কর্মকর্তাকে হত্যার হুমকি প্রদান করায় তাকে আটকের পর বরখাস্ত করা হলো।
২০১৯ সাল থেকে সেরহি রুড প্রেসিডেন্টের নিরাপত্তার বিষয়ে নেতৃত্ব দিয়ে আসছেন। কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি। প্রেসিডেন্টশিয়াল এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশাসন (ইউডিও) শুধু প্রেসিডেন্টর নিরাপত্তার দায়িত্ব পালন করেন না। তার পরিবারের সদস্যদেরও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস কর্তৃক পরিচালিত নেটওয়ার্কিং এজেন্টদের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত মঙ্গলবার ইউক্রেন সেনাবাহিনীর দুই কর্নেলকে গ্রেপ্তার করে জেলেনস্কি।
এদিকে জেলেনস্কির ব্যক্তিগত দেহরক্ষী ৪৭ বছর বয়সী সেরহি রুডের জড়তি থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি তার জীবনের বড় একটি সময় সেনাবাহিনীতে কাটিয়েছেন।
ডেস্ক/ইবিটাইমস/এনএল