অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একটি অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন
ভিয়েনা ডেস্কঃ রবিবার (৫ মে) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের আলাউদাগাছের পার্কে অত্যন্ত জাঁকজমক ও প্রাকৃতিক পরিবেশে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করেছে।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। এই অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির সাবেক সভাপতি মামুন হাসান। আরও সহযোগিতায় ছিলেন সমিতির সাংস্কৃতিক সম্পাদক আতাউল চৌধুরী এবং কোষাধক্ষ্য তাহের সরকার।
এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সমিতির মহিলা সদস্যরা কুমিল্লার বিভিন্ন অঞ্চলের বাহারী রকমের সুস্বাদু খাবার রান্না করে পরিবেশন করেন। তারমধ্যে দুপুরের খাবারে ছিল কুমিল্লার নানা রকমের ভর্তা। তাছাড়াও ছিল গরু,খাসী ও মুরগির মাংস এবং সবজি। আর বিকালের নাস্তায় ছিল হরেক রকমের পিঠা ও মিষ্টান্ন খাবার।
অত্যন্ত সুন্দর আবহাওয়ায় দুপুরের খাবারের পর পুরুষ, মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। তাছাড়াও ছিল রাফেল ড্র। পরে
বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যরা পার্কের সুন্দর পরিবেশে একটি আনন্দময় দিন উপভোগ করেন।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতি ২০১৩ সালে রাজধানী ভিয়েনায় প্রতিষ্ঠার পর থেকে অস্ট্রিয়ায় বসবাসরত কুমিল্লাবাসীদের মধ্যে অত্যন্ত সুন্দর সেতু বন্ধন সৃষ্টি
করে আসছে। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কুমিল্লাবাসী অংশগ্রহণ করেন। অস্ট্রিয়ায় কুমিল্লা জেলা থেকে আগত প্রবাসীদের সংখ্যা প্রায়
পাঁচ শতাধিক।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি সন্ধ্যার কিছু পূর্বে আনুষ্ঠানিকভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কবির আহমেদ/ইবিটাইমস