পটুয়াখালীতে নিয়ন্ত্রনহীন ডায়রিয়া; এক সপ্তাহে আক্রন্ত ১১৪৫ জন

ডায়রিয়ার প্রাদুর্ভাব অনুসন্ধানে আইইডিসিআর টিম

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে, ডায়রিয়ার কারন অনুসন্ধানে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইইডিসিআর এর সহযোগীতা চাওয়া হয়েছে। গত ১৬ এপ্রিলের আগের সাত দিনেই জেলায় ১১৪৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়। এমন পরিস্থিতিতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ডায়রিয়া রোগের আউটব্রেক ইনভেস্টিগেশনের জন্য সাত সদস্যের একটি টিম মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজার নেতৃত্ব প্রতিনিধি দল তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এর পর তারা জেলা স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট এলাকা গুলোতে অনুসন্ধান কাজ করবে। আগামী তিনদিন এই টিম জেলায় কাজ করবে।

সাত সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আইইডিসিআরের মেডিকেল অফিসার ও প্রতিনিধি দলের দলনেতা  ডাঃ মোঃ মাইনুল হাসান, আইইডিসিআরের সহকারী অধ্যাপক (এপিডেমিওলজিষ্ট) ডাঃ মোঃ মুঈদুর রহমান, মেডিকেল এপিডেমিওলজিষ্ট ডাঃ সাদিয়া সুলতানা, ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমাইয়া আক্রান্ত সুমাসহ মেডিকেল টেকনোলজিষ্ট বৃন্দ।

আইইডিসিআরের মেডিকেল অফিসার ও প্রতিনিধি দলের দলনেতা  ডাঃ মোঃ মাইনুল হাসান জানান, আমরা আগামী তিনদিন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য, খাবার পানি ও দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির উৎস, আক্রান্তের সময় ও ধরণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন তথ্য ও স্যাম্পল সংগ্রহ করবো। পরবর্তীতে পরিক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে প্রাপ্ত কারণ ও ফলাফল সংশ্লিষ্ট সরকারি দপ্তরে দাখিল করবেন বলেও জানান।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, বর্তমান সময়ে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি পটুয়াখালীতে। তাই সরকারের পক্ষ থেকে আউটব্রেক ইনভেস্টিগেশন করতে আইইডিসিআর থেকে টিম এসেছেন। আমরা প্রতিনিধি দলকে সর্বোচ্চ সহযোগিতা করছি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানায়ায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। আর ২৪ ঘন্টায় সুস্থ হয়ে

বাড়ি ফিরে গেছেন ২৭ জন। গত সাত দিনে হাসপাতালে ভর্তি  হয়েছেন ২৮১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ৩১২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন রোগী।

এদিকে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে তথ্য মতে, জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১১০জন। গত একসপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭০ জন। চলতি বছরের শুরু থেকে ৫৭৯৪জন সুস্থ হয়েছে ৫৩৪৫জন। এর মধ্যে অর্ধেক আক্রান্ত হয়েছে গত এক মাসে। জেলায় এখনও প্রায় তিন হাজার ব্যাগ আইভি স্যালাইন মজুদ আছে।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »