নিরাপত্তা জনিত কারনে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত

ইরান ও ইসরায়েল একে অপরের প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় মধ্যপ্রাচ্যের আকাশে নিরাপত্তার অভাবে AUA মধ্যপ্রাচ্যে বেশ কিছু ফ্লাইট সাময়িক বাতিল করেছে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৯ এপ্রিল) অস্ট্রিয়ার সিভিল এভিয়েশন বিষয়ক ওয়েব সাইট FlightRadar24 এর এক বিজ্ঞপ্তিতে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের (AUA) মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সাময়িক ফ্লাইট বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

ইসরায়েল প্রতিশোধ হিসাবে শুক্রবার অতি ভোরে ড্রোনের মাধ্যমে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে AUA সহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে। অস্ট্রিয়ান এয়ারলাইন্স শুক্রবার ঘোষণা করেছে যে, আম্মান, এরবিল এবং তেল আবিবের ফ্লাইটগুলি “সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে” স্থগিত করা হবে। নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

তেহরানের ফ্লাইটগুলি ইতিমধ্যে ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। “অস্ট্রিয়ান এয়ারলাইন্স ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতে যথাযথ কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা সর্বদাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার,” জনৈক AUA মুখপাত্র বলেন।

অন্যান্য এয়ারলাইন্সগুলিও এই ঘটনার প্রতিক্রিয়া জানাচ্ছে। FlightRadar24 ওয়েবসাইট অনুসারে, ইরানের তেহরান, শিরাজ এবং ইসফাহান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দেশের পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সকালে বিমানবন্দর ও আকাশপথ আবার খুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে,ইসরায়েল শুক্রবার ভোরে ড্রোন দিয়ে হামলা চালায় ইরানে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত ইস্ফাহান শহরের উপর তিনটি ইসরায়েলের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরানের রিপাবলিকান গার্ড বাহিনী।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »