টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। গাড়ির চাপ বৃদ্ধি ও সকাল পৌনে ৭ টার দিকে সড়কের কামাক্ষার মোড় এলাকায় ট্রাক- কাভার্ড ভ্যানের সংঘর্ষ থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন মিয়া জানান, সকাল পৌনে ৭ টার দিকে সড়কের কামাক্ষার মোড় এলাকায় ট্রাক- কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের মাঝখানে চলে আসে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। পরে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নেয়া হলে যান চলাচল শুরু হয়। তবে বেলা বারার সাথে সাথে রাস্তা যানজট মুক্ত হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস