ভিয়েনা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় অস্ট্রিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে বজ্রপাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৯ সময় দেখুন

ভিয়েনার কাছে দুটি অস্ট্রিয়ান এয়ারলাইন্স বজ্রপাতের শিকার হলে ভিয়েনা বিমানবন্দরে ফেরত জরুরী অবতরণ করে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১৬ এপ্রিল) সমগ্র অস্ট্রিয়ার ওপর দিয়ে অত্যন্ত বৈরী আবহাওয়া বয়ে যাচ্ছে। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, মঙ্গলবার থেকে অস্ট্রিয়া-ব্যাপী ঝড়-তুফান শুধু রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, অস্ট্রিয়ান এয়ারলাইন্সেও আঘাত হেনেছে।

মঙ্গলবার বিকালে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সাথে সাথেই দুটি AUA যাত্রীবাহী বিমান বজ্রপাত আঘাত হানে। ফলে ফ্লাইট দুটিকে
বিমানবন্দরে জরুরী ফেরত অবতরণ করানো হয়। ফেরত যাত্রীবাহী বিমানের একটিতে ছিলেন অস্ট্রিয়ান শীর্ষ ইইউ রাজনীতিবিদ ওথমার কারাস। তাকে ভয়ঙ্কর মিনিটের সাক্ষী হতে হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের প্রথম ভাইস-প্রেসিডেন্টের জন্য বড় ধাক্কা: মঙ্গলবার বিকেলে ব্রাসেলসের উদ্দেশ্যে একটি AUA বিমান যাত্রা করার সাথে সাথে ক্রুজিং উচ্চতায় পৌঁছেছিল, “হঠাৎ একটি উজ্জ্বল আলো” জানালার পাশ দিয়ে উড়ে গেল যেখানে তিনি মেঘের আচ্ছাদন থেকে বসে ছিলেন।

অস্ট্রিয়ার ইইউ রাজনীতিবিদ দেশেল জনপ্রিয় দৈনিক Kronen Zeitung কে এক তাৎক্ষণিক টেলিফোন
সাক্ষাৎকারে জানান,বজ্রপাতের “এই ফ্ল্যাশটি ছাড়াও, আমি এক সেকেন্ডের জন্য একটি ধাক্কাও শুনেছিলাম এবং প্রাথমিকভাবে ভেবেছিলাম যে বিমানটি একটি পাখিকে আঘাত করেছে।”

বজ্রপাত বিমানে আংশিক আঘাতের পর ককপিট থেকে তৎক্ষণাৎ পাইলটের একটি ঘোষণা আসে। কারাস আশ্বস্ত ঘোষণা শুনেছেন যে ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়নি। “তবে আমরা ভিয়েনায় জরুরী অবতরণের জন্য ফিরে যাচ্ছি।

বজ্রপাত উভয় বিমানে বাহিরে দিকে সামান্য ক্ষতি হয়। তবে উভয় বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা অক্ষত অবস্থায় আছেন। বিমান দুইটিকে চেক আপের জন্য হ্যান্গারে নেওয়া হয়েছে। ফেরত যাত্রীদের পরে অন্য বিমানে পাঠানো হবে বলে জানিয়েছে অস্ট্রিয়ান এয়ারলাইন্স(AUA)।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় অস্ট্রিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে বজ্রপাত

আপডেটের সময় ০৭:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ভিয়েনার কাছে দুটি অস্ট্রিয়ান এয়ারলাইন্স বজ্রপাতের শিকার হলে ভিয়েনা বিমানবন্দরে ফেরত জরুরী অবতরণ করে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১৬ এপ্রিল) সমগ্র অস্ট্রিয়ার ওপর দিয়ে অত্যন্ত বৈরী আবহাওয়া বয়ে যাচ্ছে। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, মঙ্গলবার থেকে অস্ট্রিয়া-ব্যাপী ঝড়-তুফান শুধু রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, অস্ট্রিয়ান এয়ারলাইন্সেও আঘাত হেনেছে।

মঙ্গলবার বিকালে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সাথে সাথেই দুটি AUA যাত্রীবাহী বিমান বজ্রপাত আঘাত হানে। ফলে ফ্লাইট দুটিকে
বিমানবন্দরে জরুরী ফেরত অবতরণ করানো হয়। ফেরত যাত্রীবাহী বিমানের একটিতে ছিলেন অস্ট্রিয়ান শীর্ষ ইইউ রাজনীতিবিদ ওথমার কারাস। তাকে ভয়ঙ্কর মিনিটের সাক্ষী হতে হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের প্রথম ভাইস-প্রেসিডেন্টের জন্য বড় ধাক্কা: মঙ্গলবার বিকেলে ব্রাসেলসের উদ্দেশ্যে একটি AUA বিমান যাত্রা করার সাথে সাথে ক্রুজিং উচ্চতায় পৌঁছেছিল, “হঠাৎ একটি উজ্জ্বল আলো” জানালার পাশ দিয়ে উড়ে গেল যেখানে তিনি মেঘের আচ্ছাদন থেকে বসে ছিলেন।

অস্ট্রিয়ার ইইউ রাজনীতিবিদ দেশেল জনপ্রিয় দৈনিক Kronen Zeitung কে এক তাৎক্ষণিক টেলিফোন
সাক্ষাৎকারে জানান,বজ্রপাতের “এই ফ্ল্যাশটি ছাড়াও, আমি এক সেকেন্ডের জন্য একটি ধাক্কাও শুনেছিলাম এবং প্রাথমিকভাবে ভেবেছিলাম যে বিমানটি একটি পাখিকে আঘাত করেছে।”

বজ্রপাত বিমানে আংশিক আঘাতের পর ককপিট থেকে তৎক্ষণাৎ পাইলটের একটি ঘোষণা আসে। কারাস আশ্বস্ত ঘোষণা শুনেছেন যে ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়নি। “তবে আমরা ভিয়েনায় জরুরী অবতরণের জন্য ফিরে যাচ্ছি।

বজ্রপাত উভয় বিমানে বাহিরে দিকে সামান্য ক্ষতি হয়। তবে উভয় বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা অক্ষত অবস্থায় আছেন। বিমান দুইটিকে চেক আপের জন্য হ্যান্গারে নেওয়া হয়েছে। ফেরত যাত্রীদের পরে অন্য বিমানে পাঠানো হবে বলে জানিয়েছে অস্ট্রিয়ান এয়ারলাইন্স(AUA)।

কবির আহমেদ/ইবিটাইমস