অস্ট্রিয়ায় মধ্য এপ্রিলে নতুন তুষারপাত

দক্ষিণ অস্ট্রিয়ার Kärnten রাজ্যে নতুন করে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১৬ এপ্রিল) অস্ট্রিয়ার ইতালি ও স্লোভেনিয়ার সীমান্ত সংলগ্ন দক্ষিণের রাজ্য Kärnten এ ব্যাপক তুষারপাতের খবর জানিয়েছে আবহাওয়া বিষয়ক অফিস জিওস্ফিয়ার অস্ট্রিয়া। মাত্র দুই দিনের ব্যবধানে এই রাজ্যে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

মঙ্গলবার সকাল থেকে মধ্য ও লোয়ার ক্যারিন্থিয়ায় (Kärnten) রাজ্যে তুষারপাতের পাশাপাশি কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জিওস্ফিয়ার অস্ট্রিয়া
জানিয়েছে,বুধবার দুপুর পর্যন্ত এই অবস্থা অব্যাহত বা অপরিবর্তিত থাকবে।

Kärnten রাজ্যের আল্পাইন উপত্যকায় এবং পূর্ব Tirol রাজ্যে ব্যাপক তুষারপাতের খবর জানিয়েছে জিওস্ফিয়ার অস্ট্রিয়া। তাছাড়াও Tirol ও OÖ রাজ্যেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

অস্ট্রিয়ার আবহাওয়াবিদ নিকোলাস জিমারম্যান সংবাদ মাধ্যমকে জানান, এই সপ্তাহে সমগ্র দেশেই শীতকালীন আবহাওয়া থাকবে। সাধারনত এপ্রিল
মাসের এই সময় বাগানে ফুলে ফলে ভরে যাওয়ার কথা ছিল।

রাজধানী ভিয়েনায় আজ প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। রাজধানীতে তুষারপাত না হলেও কোথাও কোথাও শীতকালীন ঝড়ো হাওয়া বইছে। দিনের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও, রাতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে জিওস্ফিয়ার অস্ট্রিয়া।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রবাসীরা শীতের ভারী জামাকাপড় আলমারিতে গোছানো থেকে আজ পুনরায় বের করতে বাধ্য হয়েছে। মাত্র দুই দিনের
ব্যবধানে তাপমাত্রার এতো বিরাট হ্রাস অনেকেই আশা করেন নাই।

কবির আহমেদ/ইবিতাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »