যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির জেনোভায় খোলা আকাশের নিচে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে বিপুল সংখ্যক প্রবাসী
ইতালি থেকে জাকির হোসেন সুমনঃ বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সমিতি জেনোভার আয়োজনে খোলা আকাশের নিচে বিপুল সংখ্যক দেশী ও বিদেশী মুসল্লিদের উপস্হিতিতে ঈদের নামাজ আদায় করেছেন কমিউনিটির প্রবাসীরা। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সকলের মাঝে উৎসবের আমেজ
ছিল দেখার মতো।
মামুন সরদার, সবুজ ঢালী, নয়ন ভূইঁয়ার সার্বিক সহযোগিতায় ঈদেল নীমাজে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুজন ঢালী, সহ-সভাপতি মুকুল সরদার, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুম বেপারী, মিন্টু মোড়ল, ইকবাল হোসেন জাকির, মির্জা মাহমুদ, মিলন ছৈয়াল , নান্টু মাল, জাকির হোসেন, আমিন উল্লাহ রাজ, মোশাররফ হোসেন, আলাউদ্দিন আলো, সোহেল কোবির, আশরাফুল, খাইরুল ইসলাম, নাসির বেপারী সহ আরো অনেকে ।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পূর্বে জামাতের স্থান পরিদর্শন করেন জেনোভা নগর পরিকল্পনা বিভাগ, সামুদ্রিক রাজ্য সম্পত্তি,কাউন্সিলর – .মারিও মাসিয়া। প্রবাসী বাংলাদেশীরা ফুল দিয়ে বরণ করে নেবার পর মারিও মাসিয়া সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজের জামাতে ইমামতি করেন শায়খ ফখরুল ইসলাম।
ইউরোপ/ইবিটাইমস