ভিয়েনায় অস্ট্রিয়া বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়ার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (৭ এপ্রিল) ২৮তম রোজায় ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীসহ প্রায় চার শতাধিক রোজাদার মুসল্লী উপস্থিত ছিলেন। তারমধ্যে বিপুল সংখ্যক মহিলাও উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত ওয়াজ নসিহত ও দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর মসজিদ ১০ এর সন্মানিত ইমাম ও খতিব শায়খ মহিউদ্দিন মাসুম।
মাহফিলে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের উম্মাহ এবং শান্তি কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিলে বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দেশনায়ক জনাব তারেক রহমান এবং অস্ট্রিয়া বিএনপি নেতৃবৃন্দের মধ্যে যারা পরলোকগমন করেছেন তন্মধ্যে মরহুম মিজবাহ উদ্দিন, শামসুজ্জামান বাবুল, শাহেদ আলী, মাসুদ আলম শোয়েব, আমজাদ হোসেন, মাহফুজুর রহমান, মোহাম্মদ আফসু, মোহাম্মদ শাহাবুদ্দিন, ইকবাল হোসেন আকন্দ প্রমুখ এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ইফতারের পর মাগরিবের নামাজ শেষে মুসল্লিদের বাংলাদেশ জাতীয়তাবাদীদল অস্ট্রিয়া শাখার উদ্যোগে উপস্থিত নেতাকর্মী,সমর্থক ও মুসল্লিদের রাতের খাবারের আপ্যায়ন করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »