ইতালির ভেনিসে বাজিতপুর জেলা বাস্তবায়নের দাবীতে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ইতালি: জলকন্যা খ্যাত ভেনিস নগরীতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সহ আরো দুটি উপজেলা কে একত্রিত করে বাজিতপুর জেলা বাস্তবায়নের দাবিতে সভা করেছে, বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মুর্শিদ উদ্দিন আহমেদ।

সভায় এমদাদুল হক রাসেল এর সভাপতিত্বে ও সোহানুর রহমান উজ্জল এর সঞ্চালনায় ভেনিস বাংলা স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদউল্লাহ সোহেল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদ উদ্দিন আহমেদ সমন্বয়ক বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদ। বিশেষ অতিথি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন উপদেষ্টা বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদ, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ উপদেষ্টা বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদ, বিল্লাল হাসান উপদেষ্টা বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদ। প্রধান বক্তা বদরুল আলম শিপু উপদেষ্টা বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদ।

ইংল্যান্ড প্রবাসী প্রধান অতিথি মুর্শেদ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর কে জেলায় রূপান্তর করতে যা যা প্রয়োজন সবকিছুই সেখানে রয়েছে, বাজিতপুরবাসী দীর্ঘদিনের দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে বাজিতপুর কে জেলা হিসেবে ঘোষণা করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সিনিয়র সহ-সভাপতি এমডি আখতার উদ্দিন, ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী।

এছাড়াও ভিডিও কলে আমেরিকা থেকে বক্তব্য রাখেন বাজিতপুর জেলা চাই আন্দোলনের উপদেষ্টা প্রখ্যাত পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান মতিন। পরে দোয়া এবং ইফতারের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »