পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক (৩৩) কে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (০২ মার্চ) রাতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছেন বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : আসিকুজ্জামান। এ ঘটনায় তার নামে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে।
জেলার মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক খুরশিদ আলম রায়হান (৩২) কে মারধরের অভিযোগ পিরোজপুর এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা খুরশিদ আলম রায়হান বাদী হয়ে থানায় একটি রিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ছাত্রলীগ নেতা খুরশিদ আলম রায়হান জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা এলাকার মো. রুস্তুম আলীর ছেলে এবং পেশায় একজন ঠিকাদার। গ্রেফতার অনিরুজ্জামান অনিক পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।
এ ঘটনায় গ্রেফতার জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিককে প্রধান করে ১৩ জনকে নামীয় এবং আরো ১০-১২ জনকে অজ্ঞাত করে চাঁদাবাজী ও মারধরের অভিযোগ করে একটি মামলা দায়ের করেছেন।
দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেনে, এর আগে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক খুরশিদ আলম রায়হানের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। ইতিমধ্যে তাকে ৩ কিস্তিতে বিভিন্ন সময় ওই টাকার ১০ লাখ টাকা দিয়েছেন। কিন্তু ওই দিন সন্ধ্যায় মঠবাড়িয়া ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খুরশিদ আলম রায়হান তার ব্যবসায়ী কাজ শেষে জেলা এলজিইডি অফিস থেকে বের হওয়ার কালে পূর্ব থেকে লোকজন নিয়ে ওৎ পেতে থাকা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক তার লোক জন নিয়ে তাকে আটকে ফেলে। এসময় তার সাথে থাকা পিস্তল দিয়ে তার মাথায় ও কানে আঘাত করে ও তার সাথে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে যাওয়া সহ তাকে বেধম মারধর করে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রাত গুরুত্বর আহত রায়হান আহমেদকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পিরোজপুর জেলা হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুতর আহতাবস্থায় ছাত্রলীগ নেতা রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আসিকুজ্জামান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদ শহরের এলজিডি অফিসে থেকে বের হলে জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক লোকজন নিয়ে রায়হানের উপর হামলা চালিয়ে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে এবং অনিককে গ্রেফতার করেন।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সভাপতির বিরদ্ধে সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে গত গত ০১ ফেব্রæয়ারী রাতে কমিটি ভেঙ্গে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এর পরে এখানো কোন নতুন কমিটি দেন নি কেন্দ্রীয় কমিটি।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস