হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন অফিসের পেছন থেকে আইন কানুনের তোয়াক্কা না করে বাণিজ্যিকভাবে মালিকানাধীন কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি জানার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
প্রতিদিন রাতের আধাঁরে একই ইউনিয়নের কিছু প্রভাবশালী লোক এমন কাজ করছেন। ৭নং উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী ও ওর্য়াড মেম্বার আইয়ুব আলী এবং উলুকান্দি গ্রামের রাবার বাচ্চু মিলে কৃষি জমির মালিক আরজু মিয়ার কাছ থেকে এক্সেভেটর দিয়ে জমির মাটি তুলে ক্রয়ের পর বিক্রি করে আসছেন বলে জানা গেছে। পরে ট্রাক্টরযোগে মাটি পরিবহণ করার ফলে ভেঙ্গে যাচ্ছে রাস্তাঘাট।
মাটি বিক্রেতা রাবার বাচ্চু বলেন, উপজেলা প্রশাসন ও এসিল্যান্ডের অনুমতি নিয়ে মাটি ক্রয় বিক্রয় করা হচ্ছে। জমির মালিক আরজু মিয়া বলেন, চেয়ারম্যন এজাজ ঠাকুর চৌধুরী ও মেম্বার অইয়ুব আলী ও রাবার বাচ্চু আমাকে বলেন, প্রশাসনিক অনুমতি নেয়া হয়েছে। ইউনিয়নের রাস্তা দিয়ে গাড়ী চলাচল করার জন্য চেয়ারম্যানের অনুমতি নেয়া হয়েছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী বলেন, আমি কোন আনুমতি দেই নাই। তবে আমি এ বিষয়ে জানি তারা যে রাতের আধারে মাটি কাটছে।
এলাকাবাসীরা জানান, মাটি পরিবহনের কারণে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তা বেহাল দশায় উপনীত হয়েছে। এই রাস্তা দিয়ে আতুরাকান্দি, বরকুটা, দিয়াগাঁও, হুড়ারকুল, তাউশি, শাকির মেহাম্মদসহ প্রায় ৬-৭টি গ্রামের মানুষ চলাচল করেন।
এ বিষয়ে উপজেলা ভূমি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস