ভিয়েনা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

বিএসএফ কর্তৃক দুই সপ্তাহে তিনজন বাংলাদেশি নাগরিক কে গুলি করে হত্যার ঘটনায় জেএমবিএফ গভীরভাবে উদ্বিগ্ন!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ ২৭মার্চ ২০২৪- গত দুই সপ্তাহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি করে তিন বাংলাদেশি নিরস্ত্র নাগরিক হত্যা ও
একজন নাগরিককে আহত করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদবেগ ও প্রতিবাদ জানাচ্ছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলি করে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার
প্রতিষ্ঠান জেএমবিএফ মনে করে। তাই ভবিষ্যতে দায়িত্ব পালনকালে কোনো ভাবেই বেসামরিক নাগরিকদের যেন ক্ষতি না হয় সেজন্য বিএসএফ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনপূর্বক নির্বিচারে গুলি চালানো থেকে বিরত থাকার আহবান জানায় মানাবাধিকার প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন পত্রিকার খবরে জানা যায় যে, নওগাঁ জেলার পোরশা উপজেলার বিঞ্চুপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আলামিন (২৮) গত ২৫ মার্চ (সোমবার) সঙ্গীদের নিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ২৬ মার্চ (মঙ্গলবার) ভোরে নওগাঁর পোরশা সীমান্তের-পিআর ৩১-১০ পিলারের কাছে দাল্লা সীমান্তের ভারতীয় অংশে পৌছলে  বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলামিন। এরপর নিহত আলামিন এর মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

অপর ঘটনায়, ২৫ মার্চ (সোমবার) রাতে লালমনিরহাট জেলার আদিতমারীর দূর্গাপুর বিওপি সীমান্তের ৯২৩ নাম্বার পিলারের কাছে ভারতের ৭৫ গজ
অভ্যন্তরেআদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল রহমানের ছেলে লিটন (১৯)কে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করে। কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক লিটন নিহত হয় বলে জানা যায়। পরে নিহতের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

অপর আর একটি ঘটনায়, গত ১৭ মার্চ দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় সিকরিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দশটেকি গ্রামের বাসিন্দা আছকির মিয়ার ছেলে পারভেজ হোসেন সাদ্দাম (১৫)  নামে এক কিশোর নিহত হয় এবং একই এলাকার ছিদ্দিক মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হোন।

স্থানীয় লোকজন জানান, দশটেকি সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যে একদল চোরাকারবারি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চিনি পাচার করে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই কিশোর সাদ্দাম মারা যায়। বিএসএফ তার লাশ নিয়ে যায়। ছিদ্দিক মিয়ার ডান পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে আনেন। পরে স্বজনেরা তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জেএমবিএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানূর ইসলাম  বাংলাদেশ ও ভারতীয় সরকার সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে অবিলম্বে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধে যৌথভাবে কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

একই সাথে তিনি ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগতব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিহত বাংলাদেশি নাগরিকরা চোরাচালানের কাজে জড়িত থাকলেও বিএসএফ কে কোনভাবে গুলি করে হত্যার অনুমতি দেয় না, তাই বিএসএফ’কে অবিলম্বে তাদের গুলিবর্ষণের নীতি পরিবর্তন করতে হবে বলে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ ) বিবৃতিতে উল্লেখ করেন।

ফ্রান্স প্রতিনিধি/ইবিটাইমস 

জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএসএফ কর্তৃক দুই সপ্তাহে তিনজন বাংলাদেশি নাগরিক কে গুলি করে হত্যার ঘটনায় জেএমবিএফ গভীরভাবে উদ্বিগ্ন!

আপডেটের সময় ০৬:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

ইবিটাইমস ডেস্কঃ ২৭মার্চ ২০২৪- গত দুই সপ্তাহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি করে তিন বাংলাদেশি নিরস্ত্র নাগরিক হত্যা ও
একজন নাগরিককে আহত করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদবেগ ও প্রতিবাদ জানাচ্ছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলি করে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার
প্রতিষ্ঠান জেএমবিএফ মনে করে। তাই ভবিষ্যতে দায়িত্ব পালনকালে কোনো ভাবেই বেসামরিক নাগরিকদের যেন ক্ষতি না হয় সেজন্য বিএসএফ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনপূর্বক নির্বিচারে গুলি চালানো থেকে বিরত থাকার আহবান জানায় মানাবাধিকার প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন পত্রিকার খবরে জানা যায় যে, নওগাঁ জেলার পোরশা উপজেলার বিঞ্চুপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আলামিন (২৮) গত ২৫ মার্চ (সোমবার) সঙ্গীদের নিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ২৬ মার্চ (মঙ্গলবার) ভোরে নওগাঁর পোরশা সীমান্তের-পিআর ৩১-১০ পিলারের কাছে দাল্লা সীমান্তের ভারতীয় অংশে পৌছলে  বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলামিন। এরপর নিহত আলামিন এর মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

অপর ঘটনায়, ২৫ মার্চ (সোমবার) রাতে লালমনিরহাট জেলার আদিতমারীর দূর্গাপুর বিওপি সীমান্তের ৯২৩ নাম্বার পিলারের কাছে ভারতের ৭৫ গজ
অভ্যন্তরেআদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল রহমানের ছেলে লিটন (১৯)কে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করে। কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক লিটন নিহত হয় বলে জানা যায়। পরে নিহতের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

অপর আর একটি ঘটনায়, গত ১৭ মার্চ দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় সিকরিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দশটেকি গ্রামের বাসিন্দা আছকির মিয়ার ছেলে পারভেজ হোসেন সাদ্দাম (১৫)  নামে এক কিশোর নিহত হয় এবং একই এলাকার ছিদ্দিক মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হোন।

স্থানীয় লোকজন জানান, দশটেকি সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যে একদল চোরাকারবারি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চিনি পাচার করে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই কিশোর সাদ্দাম মারা যায়। বিএসএফ তার লাশ নিয়ে যায়। ছিদ্দিক মিয়ার ডান পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে আনেন। পরে স্বজনেরা তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জেএমবিএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানূর ইসলাম  বাংলাদেশ ও ভারতীয় সরকার সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে অবিলম্বে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধে যৌথভাবে কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

একই সাথে তিনি ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগতব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিহত বাংলাদেশি নাগরিকরা চোরাচালানের কাজে জড়িত থাকলেও বিএসএফ কে কোনভাবে গুলি করে হত্যার অনুমতি দেয় না, তাই বিএসএফ’কে অবিলম্বে তাদের গুলিবর্ষণের নীতি পরিবর্তন করতে হবে বলে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ ) বিবৃতিতে উল্লেখ করেন।

ফ্রান্স প্রতিনিধি/ইবিটাইমস