হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের উন্নত স্বাস্থ্য সেবায় মেডিক্যাল ক্যাম্প শুরু

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের উন্নত স্বাস্থ্য সেবা ও কল্যাণে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

চন্ডিছড়া চা বাগানে এর উদ্বোধন করেন, হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক হাবিবুর রহমান জুয়েলের নিজস্ব অর্থায়নে জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে কর্মরত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা, ওষূধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।

ঢাকা সোহরাউর্দ্দি হাসপাতাল ও সিলেট ইষ্ট ওয়েষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস,চক্ষু ও গাইনী ডাক্তারগণ তাদের দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদাণ করেন।

তিনমাস পরপর কয়েকটি চা বাগানের চা শ্রমিকরা এ সেবা পাবেন বলে জানান, উদ্দ্যেগতা জুয়েল।

অনুষ্ঠানে উপজেলা চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, বাগান ব্যবস্থাপক ইউসুফ খান ও সাবকে চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »