ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে র্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের চত্বর থেকে র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের চত্বরে ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদশণ করেন।
এই অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সদ্য পুলিশ সুপার পদোন্নিত প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ।
অন্যদের মধ্যে রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিটের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না ও সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস