ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় কলেজ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।
কলেজ অধ্যক্ষ মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি চেম্বার অব কমার্স সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, জেলা কৃষকলীগ ও জেলা আইনজীবির সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মান্নান রসুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম এবং জেলা যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির অতিথি ছিলেন। এই অনুষ্ঠানে কলেজের ছাত্রীরা আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরে নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, মার্চ মাসটি বাঙালীর ইতিহাস ঐতিহ্যের রক্তঝড়া মাস। এই মাসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন, ২৫ মার্চ অপারেশন সার্চ লাইট, ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধের ঘোষনা দেন এবং আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়। সুতরাং এই মাসের গুরুত্ব সর্বাধিক। তিনি আরও বলেন লেখাপড়ার পাশাপাশি মেয়েদেরও শারিরীক সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং খেলাধুলার ক্ষেত্রে এর বিকল্প নেই। আমাদের দেশের মেয়েরাও বিভিন্নক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বিশেষ করে ফুটবল ও ক্রিকেটে তারা সাফল্যের স্বাক্ষর রেখেছে।
এরপূর্বে মহিলা কলেজের ৯ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমিক ভবনের ভিত্তিফলক স্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। ভিত্তিফলক উন্মোচন করার সময় অন্যদের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস