চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনের চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ছেলের কোলে চড়ে এসে মা এবং ভাইয়ের কোলে চড়ে প্রতিবন্ধী ভাই এসে ভোট দিয়েছেন।
গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার চরমানিকা ৩ নং ওয়ার্ড কেন্দ্রে ছেলে বাবুল মুন্সির কোলে চড়ে এসে ভোট দিয়েছেন বৃদ্ধা মনোয়ারা বেগম। সে ওই ওয়ার্ডেও খলিল মুন্সির স্ত্রী ।
এছাড়া একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কেন্দ্রে ফুফাতো ভাই ইমরান হোসেনের কোলে চড়ে এসে ভোট দিয়েছেন মিজান নামের এক প্রতিবন্ধী। সে চরমানিকা ৯ নম্বর ওয়ার্ডেও কামাল হাওলাদারের ছেলে।
বাবুল মুন্সি জানান,তার বৃদ্ধা মা হাঁটাচলা করতে পারেনা কিন্তু ভোট দিতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করায় তিনি তাকে কোলে করে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন।
প্রতিবন্ধী মিজান জানান, মামাতো ভাই ইমরান তাকে কোলে করে এনে ভোট দেয়ার ব্যবস্থা করেছেন এজন্য তিনি তার প্রতি কৃতজ্ঞ।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস