খেলাধুলার চর্চায় থাকলে কোন শিক্ষার্থী পথভ্রষ্ট হবে না-এমপি শাওন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ে তুলতে হবে।শিক্ষার্থীদের খেলাধুলার আরো বেশি মনোযোগ দিতে হবে। খেলাধুলার চর্চায় থাকলে কোন শিক্ষার্থী পথভ্রষ্ট হবে না। মাদক সেবন করবে না। ভূল পথে যাবে না।

শনিবার দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও লালমোহন খেলোয়ার কল্যাণ ট্রাস্টের আয়োজনে লালমোহন প্রিমিয়াম ক্রিকেট ফাইনাল ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিম হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার প্রমূখ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »