টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে তিনজন মুক্তিযোদ্ধার পরিবারকে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে তাদের ঘর উপহার দেয়া হয়েছে।
বুধবার দুপুরে ঘরের চাবি ও মিষ্টি তুলে দেন বিএ-৫২৯২ বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, এস ইউপি, পিপি এম এস, এনডিসি, এ এফ ডব্লিউ সি, পিএসসি, কমান্ডার-৯৮ কম্পোজিট বিগ্রেড।
ঘর পেলেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, সেনাবাহিনীর সৈনিক (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মৃত কফিল উদ্দিন ও জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিএ-৭১৮৮ লে: কর্নেল কে এম হায়দারুল আলম, পি এসসি অধিনায়ক ১১ আরই ব্যাটালিয়নসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ৷
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস