হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে ৪টি চা বাগানের শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ করেছে বিক্ষুব্ধরা। চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি করছে । তারা আগামী সোমবারের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচীর পালন করা হবে।
আজ শনিবার দুপুরে আমু চা বাগানে বিক্ষোভে অংশ নেয় আমু, নালুয়া, চন্ডি, চাকলাপুঞ্জি চা বাগানের কয়েকশত চা শ্রমিক। এতে সভাপতিত্ব করেন ধনেশ্বর ব্যুানার্জি। বক্তব্য রাখেন চুনারুঘাট থান ওসি হিল্লোল রায়, আহমদাবাদ ইউনিয়ের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, সুকেশ কর্মকার, সুবাস তন্তু বায়, আশিদ মুন্ডা। বক্তারা বলেন বিষু মাল খুনীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় শ্রমিক ধর্মঘট সহ কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে।
উল্লেখ্য গত ২২শে ফ্রেরুয়ারী চিমটিবিল খাষে কাজ করতে গেলে।পরে পুর্ববের শত্রুতার জের ধরে রফিক মিয়া ও সিপন মিয় বিষু মালকে নির্মম ভাবে গলা কেটে হত্যা করেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস