বিএনপির অস্ট্রিয়া শাখার উদ্যোগে রাজধানী ভিয়েনায় আওয়ামীলীগ সরকারের অধীনে ৭ই জানুয়ারির ডামী ও পাতানো নির্বাচনের বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৫ ফেব্রুয়ারি) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের তুর্কী আনাদোলু মসজিদের অডিটোরিয়ামে অস্ট্রিয়া বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সভায় অস্ট্রিয়া বিএনপির বিপুল সংখ্যক সদস্য পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জার্মানি বিএনপির আহবায়ক সেলিম খান।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য মোহাম্মদ মোস্তফা এবং অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন মামুন হাসান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহের সরকার।
অস্ট্রিয়া বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অবৈধ স্বৈরাচারী ফ্যাসিস্ট মাফিয়া ভোট চোর খুনি হাসিনার অবৈধ ডামী সরকারের পাতানো নির্বাচন
তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। তারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর এই অবৈধ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের নানাবিধ নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।
তাছাড়াও দেশমাতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
অনুষ্ঠানে অস্ট্রিয়া বিএনপির পক্ষ থেকে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম আলম মো: এপোলো, মুস্তাফিজুর রহমান সুমন,মাহবুবুল ইসলাম,নুরুল ইসলাম (ইকরাম),নাজমুল হাসান নেয়ামত,আলমগীর কবির ,আবু তাহের সরকার ,শাহীন ভুইয়া,এস, এম, রানা ,জামাল ভুইয়া ,ইমতিয়াজ আহমেদ শরীফ নজরুল ইসলাম (মানিক),সাগর খান,হাসেম ছারওয়ার,সোহেল মীর,মোহাম্মদ হারুনুর রশীদ,দুলাল মিয়া,কবির আহমেদ,গিয়াস উদ্দিন ,মোহাম্মদ কুদ্দুস হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার পূর্বে সভাপতি মোহাম্মদ মোস্তফা সবশেষ বক্তা হিসাবে গত ৭ জানুয়ারির পাতানো ও ডামী নির্বাচন প্রত্যাখ্যান করে নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের অস্ট্রিয়া বিএনপির পক্ষ থেকে কমিউনিটির শীর্ষ কুক খ্যাত
দুলাল মিয়ার তৈরি বাংলাদেশী সুস্বাদু খাবারে আপ্যায়ন করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস