ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ মার্চ ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে এই সভায় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির ও অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনসহ সরকারি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় এই দিবসগুলো পালন উপলক্ষ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে।
এই দিবসগুলো পালনকালীন সময় পবিত্র মাহে রমযান থাকায় অনুষ্ঠানের কলেবর সংক্ষিপ্ত করা হয়েছে। এবছর অন্যান্য বছরের মতই অনুষ্ঠানসূচি সাজানো হয়েছে তবে এবছর স্বাধীনতা দিবসে চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতি নৌকা বাইচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস