ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলার ৪টি উপজেলার সকল পেয়ারা চাষী ও শীতলপাঠি কারিগড়দের অনলাইন বেইজড মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ মনিরুল ইসলামসহ জেলার ৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই কর্মশালা ও অবহিতকরণ সভায় পেয়ারা ও শীতল পাটির ৩ শতাধিক কারিগর, সংশ্লিষ্ট কয়েকটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অংশগ্রহণ করেন। .
কর্মশালায় ক্রয় সেবা, আবাসন, পর্যটন বিপনন ও কারিগরদের তথ্য এবং পেয়ারা থেকে উৎপাদিত বিভিন্ন জেলি, মার্কেটিং করা এবং শীতলপাটির ক্ষেত্রে বহুবিধ ব্যবহার ও উৎপাদন কুটির শিল্পের আকারে তৈরি করে বিপনন করার কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণের অনলাইনে ধারণা দেয়া হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস