বিএনপির সময়ে আইন ও বিচার বিভাগের উন্নয়ন হয় নি -আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এবং তৎপরবর্তী তত্ত¡াবধায়ক সরকারের সময়ে আইন ও বিচার বিভাগের উন্নয়ন খাতে এক টাকাও বরাদ্ধ করা হয়নি। বর্তমান সরকারের সময়ে দেশের আইন বিভাগের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে। ২০৪১ সালের মধ্যে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে বিরামহীন কাজ করে যাচ্ছেন। রবিবার (২৫ ফেব্রæয়ারী) দুপুরে পিরোজপুরের নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের এমপি শ.ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনার হাত ধরেই আজ বাংলাদেশ বিশে^র উনন্ত দেশের কাতারে এগিয়ে চলছে। আগামী এ উন্নয়র অব্যহত রাখতে আগামী ২০৪১ সাল পর্যন্ত আওয়ামীলীগ ও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, (ভারপ্রাপ্ত) জেলা জজ মো: মোক্তাগীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলমা সহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন।

উল্লেখ্য, গনপূর্ত বিভাগের অধীনে নির্মিত আটতলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ওই ভবনটি পৌর শহরের কৃষ্ণনগর ও জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন প্রায় এক একরেরও বেশী জায়গা নিয়ে নির্মান করা হয়েছে।

পিরোজপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুলতান মাহমুদ সৈকত জানান, আটতলা বিশিষ্ট ওই আদালত ভবনটি নির্মানে ব্যয় হয়েছে ৫৬ কোটি ৬৪ লক্ষ ৩৬ হাজার টাকা।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »