ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ও উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে অভিযান চলাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার(২১ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৭জন জেলের মাছে ৩৭টি গরুর বাছুর (বকনা বাছুর) বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহি অফিসার শুভ দেবনাথ, আ’লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল আমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনজুর রহমান/ইবিটাইমস