পিরোজপুরের পৃথক হামলায় যুবকের বাম পা বিচ্ছিন্ন ও ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের পৃথক হামলায় মো: ছগির হাওলাদার (৩২) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন ও মো. রাজু শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত সহ হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ওই পৃথক ঘটনায় থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছেন।

থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, জেলার ইন্দুরকানীতে মো: ছগির হাওলাদার (৩২) নামে এক যুবকের বাম পা বিছিন্নের ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার (১৪ ফেব্রয়ারী) রাতে আহত ছগিরের বড় ভাই আ: জলিল হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত্যু মো.শামসুল হক হাওলাদারের ছেলে মো: কামরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার (২৭)।

মামলার এক দিন আগে গত মঙ্গলবার (১৩ ফেব্রয়ারী) রাত ১১টার দিকে ছগির হাওলাদার তার ব্যবসার পাওনা টাকা কামরুলের কাছে চাইলে কামরুল উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে ছগিরের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। কোপে ছগিরের বাম পা বিছিন্ন হয়ে যায়। আহত ছগির উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান, ছগির হাওলাদাকে কুপিয়ে জখমের ঘটনায় দুই জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কামরুল ইসলাম ও তার স্ত্রী নারগির আক্তারকে বৃহস্পতিবার (১৫ ফেব্রয়ারী) গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ছাড়া জেলার নাজিরপুরে পূর্বশত্রুতার জেরে মো. রাজু শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত সহ হাতের রগ কর্তন করা হয়েছে। গুরুতর আহত ওই নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ ফেব্রয়ারী) সন্ধ্যায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর শেখমাটিয়া সড়কের হান্নান সর্দারের বাড়ির সামনে। আহত রাজু শেখ স্থানীয় শেখমাটিয়া গ্রামের সিদ্দিকুর রহমান শেখের ছেলে ও শেখমাটিয়া ইউনয়িন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

এ  ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই এলাকার মো. লুৎফর রহমান শেখ (৫৫) কে গ্রেফতার করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার আগে রাজু শেখ নিজ বাড়ি দিকে যাওয়ার কালে পূর্বশত্রুতার জেরে একই এলাকার হাফিজ শেখ ও পিতা রব শেখ ওই রাজুকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে ও ডান হাতের রগ কেটে দেয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুনিয়া জামান বলেন, তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় আহতর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »