ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা রূপান্তরের জেলা শাখার আয়োজনে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল প্রধান অতিথি ছিলেন।
সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার, এডভোকেসি এন্ড ক্যাম্পেইন অফিসার নুর ই আযম হায়দারী, ঝালকাঠি জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল ও সাহিদা বানু সোনিয়া, উপজেলা কর্ডিনেটর শাহানাজ পারভীন ও সঞ্জীব কুমার পাল।
এই প্রকল্পের আওতায় সদর উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপি সদস্যদের সমন্বয়ে ৫৫ জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
বাধন রায়/ইবিটাইমস