পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে রোহান হাওলাদার নামের দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার ধাবড়ী গ্রামে। নিহত রোহান ওই গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে রোহানের মা রোহানকে বসত ঘরে রেখে রান্না ঘরে পাক করছিলেন। ঘরের সকলের চোখ ফাঁকি দিয়ে সে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। রোহানে মা ঘরে ফিরে ছেলেকে না পেয়ে খোজা-খুজি করতে থাকে। পরে ঘরের পাশের পুকুরে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার সুভ্রত কর্মকার জানান, শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস