পিরোজপু প্রতিনিধি: পিরোজপুরের দুর্বৃত্তদের দেয়া আগুনে ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ ফেব্রæয়ারী) ভোর রাতে জেলার সদর উপজেলার শারিকতলা-ডুমুরিয়া ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি বলেন, ওই গ্রামের ভ্যান চালক দিপঙ্কর সাহা কালার আয়ের বকেমাত্র উৎস তার ভ্যানটি সহ ঘর, ওই বাড়ির মৃনাল কান্তি সাহা ও সুকান্ত সাহার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ভুক্তভোগী ভ্যান চালক দিপঙ্কর সাহা কালা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘরের ভীতর আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দেন। ঘরের ভীতর থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের পাশের মন্দির সহ আত্মীয় মৃনাল কান্তি সাহা ও সুকান্ত সাহার ঘর পুড়ে সব কিছু ছাই হয়ে গেছে। কয়েকদিন আগেও তাদের ঘরে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে তখন থানায় একটি সাধারন ডায়েরী করা হয়।
পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম সরেজমিন পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থার আশ্বাস দেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস