পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে পাখি শিকার করতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামের একটি খালের পাড় থেকে তাদের মারদেহ উদ্ধার করা হয়। ।
নিহতরা হলেন- উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামের আয়নাল হক মিয়ার ছেলে নাদিম(২৪), এমাম(২০)।
স্থানীয় ইউপি সদস্য মো: মিজানুর রহমান বলেন, নাদিম এবং এমাম তারা দুইজনে আপন ভাই। শুক্রবার (০৯ ফেব্রæয়ারী) রাতে পাখি শিকার করতে বের হন। তারা স্থানীয় উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড় থেকে যাওয়ার কালে খালের পাড়ের জমিতে স্থানীয় চাষি রিপন মিয়া ইদুর মারার জন্য দেয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তারা মারা গেছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারে খবর দেন। তাদের পিতা আয়নাল হক একজন দিন মজুর। নিহত নাদিম এক সন্তানের জনক।
নিহতের পিতা জানান, তার দুই ছেলে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাতে পাখি শিকার করতে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে নাই। সকালে স্থানীয়রা তাদের মরদেহ খালের পাড়ে পরে থাকতে দেখে আমাদের জানান।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) এইচ,এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরো জানান, চাষি তার জমিতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই পাখি শিকার করতে সেখান থেকে যাওয়ার কালে জমিতে থাকা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস