ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির জেলা ভোক্তা অধিদপ্তর জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে তারাবুনিয়া এলাকায় ২টি মুড়ি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছেন এবং এই ২টি অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝালকাঠির ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা সাফিয়া সুলতানা এই অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার এই অভিযান চালানো হয়েছে। এই কারখানায় মুড়ি সাদা ও ধবধবে করে ক্রেতা আকর্ষণের জন্য ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও শিল্প লবণ কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২,৪৩ ও ৪৫ ধারায় সততা মুড়ি মিলকে ৬০,০০০/- টাকা ও ভাই ভাই মুড়ি মিলকে শিল্প লবণের ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ১৫,০০০/- টাকা করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস