১৮ সালের নির্বাচনের চেয়েও ২৪ সালের নির্বাচন বেশি খারাপ হয়েছে, টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ২০১৮ সালের নির্বাচন যেমনি কোন রকম গুনগত মান সম্পন্ন ছিলনা, ২০২৪ সালের নির্বাচন তার চাইতেও বেশি খারাপ হয়েছে। তিনি বলেন, আমি ব্যাক্তিগতভাবে খুবই আশাবাদি ছিলাম। আমি  বিশ্বাস করেছিলাম একটি সুষ্ঠুু ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্ত অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ১৮’ সালের নির্বাচনের চাইতেও ২৪’ সালের নির্বাচন খারাপ হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে (মিট দ্যা প্রেস)  কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ১৮ সালের নির্বাচনে তবুও কিছু লোক ভোটকেন্দ্রে গিয়েছিল। ভোট দিয়েছিল। এবার সেই পরিমান লোকও ভোটকেন্দ্রে যায়নাই, ভোট দেয়নাই ও ভোট দিতে পারেনাই। অধিকাংশ ক্ষেত্রে মানুষ উৎ’সাহ পায়নাই তাই ভোট দিতে যায়নাই। সাধারন ভোটারদের ৫ শতাংশও ভোট দিতে যায়নি। যারা অন্যদল করে তারা ১ শতাংশও ভোট দিতে যায়নাই। আমার নিজের দলেরও ৫০ শতাংশ ভোট দিতে যায়নাই।
তিনি বলেন, আমি নির্বাচনে হেরেছি। প্রকৃতই যদি হেরে থাকি তবে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানও হেরেছেন। বাংলাদেশে রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর অনুসারী কাদের সিদ্দিকীর আগে একজনও নেই। পরে আছে কিনা বলতে পারবোনা। এই পরাজয় যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে এটা মুক্তিযুদ্ধের পরাজয়, মুক্তিযোদ্ধাদের পরাজয়। মানুষ মুক্তিযুদ্ধ চায় না অথবা মুক্তিযোদ্ধাকে চায় না। যদি ধরে নেয়া হয় নির্বাচনে আমরা সত্যিকারভাবে হেরেছি। তাহলে মানুষ এসব কিছু থেকে মুখ সরিয়ে নিয়েছে। আর যদি এটাকে ইঞ্জিনিয়ারিং বলা হয়, কারচুপি বলা হয়, ডাকাতি বলা হয় তাহলে সেটা অন্য জিনিস।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, সরকার ভোটের আগেও স্বস্তিতে ছিলনা। আগামী দিনগুলোতেও খুব একটা স্বস্তিতে থাকতে পারবেনা।
এসময় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারন সম্পাদক সালেক হোসেন হিটলু, কেন্দ্রিয় কমিটির সদস্য ফরিদ আহমেদ ও জেলা যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান সাদেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »