ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, চেম্বার অফ কমার্স সভাপতি মনিরুল ইসলাম তালুকদারসহ সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বিভিন্ন ভিডিও প্রদর্শণ, সাংস্কৃতিক ও আলোচনা সভার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সভায় বিগত বছরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালীন বিশৃঙ্খলা ও লজ্জাজনক পরিস্থিতি পরিহার করে শহিদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এ বছর এই কারণে সারিবদ্ধভাবে পুষ্পমাল্য অর্পণের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস