গনতন্ত্র হত্যা করে হাসিনা ক্ষমতা আটকে রাখছেন- অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা চিরস্থায়ী করতে দেশের গনতন্ত্র হত্যা করে বানরের রুটি ভাগ করার মতো একটি ডামি নির্বাচন দিয়ে রাষ্ট্রীয়  ক্ষমতাকে রিনিউ করেছেন। আর এ জন্য রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় ও লুট-পাট করা হয়েছে। এ ভাবে আওয়ামীলীগ কে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না। আর এজন্য প্রয়োজনে জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত।
শুক্রবার ( ০২ ফেব্রুয়ারী)  বিকালে জেলার সদর উপজেলার কলাখালীতে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে    সদর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ওই শীতবস্ত্র বিতরণি অনুষ্ঠানে ওই বিএনপি নেতা আরো বলেন, আজ দেশে নীরব দুর্ভিক্ষ   চলছে। পন্য দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। আর এ পন্য দ্রব্যের উর্ধ্ব গতির কারন  সরকার দলীয় সিন্ডিকেট। এরা দেশ থেকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আমাদের সকলকে এ সরকারের সকল প্রকার শোষনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
স্থানীয় দাউদপুর বাজার মাঠে অনুষ্ঠিত ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »