ভিয়েনা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামী সহ ৪ জন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে   সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার হত্যা মামলার প্রধান আসামী সহ ৪ জনকে গ্রেফতার করেছেন র‌্যাব ।  বুধবার (৩১ জানুয়ারী) ভোর রাতে র‌্যাব-৮ এর একটি দল বাগেরহাট জেলার মোল্লারহাট   এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। র‌্যাব-৮ এর উপ পরিচালক মো. রবিউল ইসলাম বুধবার (৩১ জানুয়ারী)  দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন-  ওই হত্যা মামলার প্রধান আসামী  উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার (৪৪), তার সহযোগী একই এলাকার সমীরন হালদারের ছেলে  সুষময় হালদার (১৮), মো. ফারুক হোসেনের পুত্র জালিস মাহমুদ (২৪),   উপজেলার  সংগীতকাঠি   গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র  মো. আমিনুল ইসলাম (২৩)।

প্রেসব্রিফিং সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জানুয়ারী)   সকাল সাড়ে ১০টার দিকে   জেলার নেছারাবাদ উপজেলার  কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিকটিম শেখর কুমার শিকদার স্থানীয় ৪২ নং কুড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া  ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগদানের জন্য নিজ বাড়ি থেকে রওয়ানা করেন। ভিকটিম কুড়িয়ানা বাজারের পশ্চিম প্রান্তে পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বর্তমান  চেয়ারম্যান আসামী মিঠুন হালদার (৪৪) এর নেতৃত্বে ২৫/৩০ জন আসামীরা বেআইনী জনতাবদ্ধে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে লাঠি, ইট দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে ভিকটিম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকলে আসামীরা মৃত মনে করে চলে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।  তাকে সেখানে  নিয়ে  গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত শেখর সিকদার জেলার স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।  

নেছারাবাদ থানার   অফিসার ইন চার্জ   (ওসি)  গোলাম সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাদী হয়ে ওই রাতে ১৫ জনকে  আসামী করে  থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িত   ৪ জনকে  থানা পুলিশ ও ৪ জনকে র‌্যাব গ্রেফতার করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামী সহ ৪ জন গ্রেফতার

আপডেটের সময় ০৭:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে   সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার হত্যা মামলার প্রধান আসামী সহ ৪ জনকে গ্রেফতার করেছেন র‌্যাব ।  বুধবার (৩১ জানুয়ারী) ভোর রাতে র‌্যাব-৮ এর একটি দল বাগেরহাট জেলার মোল্লারহাট   এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। র‌্যাব-৮ এর উপ পরিচালক মো. রবিউল ইসলাম বুধবার (৩১ জানুয়ারী)  দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন-  ওই হত্যা মামলার প্রধান আসামী  উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার (৪৪), তার সহযোগী একই এলাকার সমীরন হালদারের ছেলে  সুষময় হালদার (১৮), মো. ফারুক হোসেনের পুত্র জালিস মাহমুদ (২৪),   উপজেলার  সংগীতকাঠি   গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র  মো. আমিনুল ইসলাম (২৩)।

প্রেসব্রিফিং সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জানুয়ারী)   সকাল সাড়ে ১০টার দিকে   জেলার নেছারাবাদ উপজেলার  কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিকটিম শেখর কুমার শিকদার স্থানীয় ৪২ নং কুড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া  ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগদানের জন্য নিজ বাড়ি থেকে রওয়ানা করেন। ভিকটিম কুড়িয়ানা বাজারের পশ্চিম প্রান্তে পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বর্তমান  চেয়ারম্যান আসামী মিঠুন হালদার (৪৪) এর নেতৃত্বে ২৫/৩০ জন আসামীরা বেআইনী জনতাবদ্ধে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে লাঠি, ইট দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে ভিকটিম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকলে আসামীরা মৃত মনে করে চলে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।  তাকে সেখানে  নিয়ে  গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত শেখর সিকদার জেলার স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।  

নেছারাবাদ থানার   অফিসার ইন চার্জ   (ওসি)  গোলাম সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাদী হয়ে ওই রাতে ১৫ জনকে  আসামী করে  থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িত   ৪ জনকে  থানা পুলিশ ও ৪ জনকে র‌্যাব গ্রেফতার করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস