পিরোজপুরে দুর্বৃত্তদের হাতে সাবেক ইউপি চেয়ারম্যান খুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে দুর্বৃত্তদের হাতে সাবেক ইউপি চেয়ারম্যান খুন হয়েছে। মঙ্গলবার  (৩০ জানুয়ারী)  জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার  কুড়িয়ানা বাজারে ওই ঘটনা ঘটেছে।  নিহত শেখর সিকদার জেলার স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।  

জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার মুকিত হাসান ও সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা ঘটনা স্থান পরিদর্শন করেছেন।এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করা হয়েছে।

ওই বাজারের ব্যবসায়ী সজল সিকদার বলেন, ঘটনাটি ঘটেছে ওই দিন সকাল ১০টার দিকে। আর ঘটনার ১০ মিনিট আগে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দোকানে গিয়ে পাশেই কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার।   এ সময় তিনি সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন  ।

তখন শেখর সিকদার বলেন, কীসের টাকা জানতে চাই লে মিঠুন তাকে তখন গালিগালিাজ শুরু করেন। শেখর সিকদার বলেন, টাকা লাগে দিবহানে এখন স্পোর্টস দেখতে চল। একথা বলার সঙ্গে সঙ্গে মিঠুন বলেন, শালারে শোয়ায়ে ফেল, তখন সঙ্গে থাকা পঙ্কজ ও শঙ্কর চলা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। আমি থামাতে গেলে আমাকেও বেদম পিটিয়ে আহত করেছে। এরপর শেখর সিকদার মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নেছাবাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি দত্ত জানান, একালায় অধিপত্য নিয়ে দুই চেয়ারম্যানের ভীতরে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

এ নিয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের বক্তব্য নিতে বারবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  গোলাম সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে। ‍

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »