বাজেট, কর সুশাসন ও জেন্ডার সংবেদনশীল জনসেবা কর্মশালা অনুষ্ঠিত

ভোলা দক্ষিণ প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ গ্লোবাল ফ্লাটফরমস এর সহায়তায় বাজেট, কর সুশাসন ও জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ে শিখন বিনিময় কর্মশালা (Learning Sharing Workshop on `Budget, Tax Governance and Gender Responsive Public Services’) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী  ঢাকার গুনশান-১ একশনএইড বাংলাদেশ গ্লোবাল প্লাটফরমস এর কার্যলয়ে,  সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) এর নির্বাহী পরিচালক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে এ কর্মমালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্দেশ্য হলো গণতান্ত্রিক বাজেট, কর সুশাসন এবং জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ক প্রকল্পের শিখন বিনিময়ের মাধ্যমে ভবিষ্যত কর্মপন্থা সম্পর্কে দিক নির্দেশনা অর্জন এবং নাগরিক সমাজের প্রতিনিধি, সমমনা সংগঠন ও যুব সমাজের মধ্যে কার্যকর নেটওয়ার্ক সৃষ্টি। ভবিষ্যত কর্নধার ইয়ুথদের বাজেট, কর সুশাসন এবং জেন্ডার সংবেদনশীল জনসেবা ও সামাজিক নিরীক্ষা’ বিষয়ে দক্ষতা উন্নয়নে কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এ বিষয়গুলি ইয়ুথ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্যান্য সমমনা সংগঠনের মাঝেক কিভাবে আরো ছড়িয়ে দেয়া যায়, তাদের মধ্যে সুসংহত নেটওয়ার্ক তৈরি করা যায় এসব বিষয়ের উপর উপস্থিত অতিথিবৃন্দ বিস্তর আলোচনা করেন।

 এসময় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি ও গবেষক ও নির্বাহী পরিচালক, সিনার্জী ইনস্টিটিউট এর মনোয়ার মোস্তফা, এসপিইডির চেয়ারপারসন শিরীন আরা বেগম, এসপিইডির ভাইস-চেয়ারপারসন মোঃ মিজানুর রহমান।

এসময় শিখন বিনিময় প্রবন্ধ উপস্থাপন করেন এসপিইডির নির্বাহী পরিচালক মোঃ ফজলুর রহমান। আলোচকগণ বলেন আজকের আলোচনা খুবই একটি গুরত্বপূর্ণ এবং এ বিষয়গুলি সম্পর্কে ইয়ুথদের দক্ষতা উন্নয়নে আরো জড়ালো কার্যক্রম বিশেষ করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া দরকার। কেননা ইয়ুথ-রা এক সময় সমাজের, দেশ উন্নয়নের কাজে সম্পৃক্ত হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »