ভিয়েনা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসির আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ৯ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ দাবি পুরনে ভিসির আশ্বাসের প্রেক্ষিতে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করেছে।
এরআগে শনিবার রাতে ১৪টি দাবিতে  বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেখ রাসেল হল, মান্নান হল এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়  শিক্ষার্থীরা। এতে করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়ে। রাতেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সাথে ভিসি প্রফেসর ডক্টর ফরহাদ হোসেনের সাথে আলোচনা হয়। সেখানে আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের দেয়া হলে রাত তিনটার দিকে তালা খুলে দিয়ে  আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে প্রথমে শেখ রাসেল হল, সন্ধ্যায় বঙ্গবন্ধু হল এবং রাত সাড়ে আটটায় মান্নন হলে তালা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের দাবি না মেনে নেওয়ায় তারা প্রশাসনিক ভবনেও তালা লাগিয়ে দেয়।
এসময় শিক্ষার্থীরা আবাসিক হলে খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১৪ দফা দাবী জানান।
এদিকে দাবি আদায়ের লক্ষ্যে তিন হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়ে ভিসির কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু হলে ৪০০ জন, শেখ রাসেল হলে ৫৫০ জন এবং মান্নান হলে ৫০০জন শিক্ষার্থী রয়েছেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসির আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত

আপডেটের সময় ০৬:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
টাঙ্গাইল প্রতিনিধিঃ দাবি পুরনে ভিসির আশ্বাসের প্রেক্ষিতে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করেছে।
এরআগে শনিবার রাতে ১৪টি দাবিতে  বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেখ রাসেল হল, মান্নান হল এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়  শিক্ষার্থীরা। এতে করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়ে। রাতেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সাথে ভিসি প্রফেসর ডক্টর ফরহাদ হোসেনের সাথে আলোচনা হয়। সেখানে আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের দেয়া হলে রাত তিনটার দিকে তালা খুলে দিয়ে  আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে প্রথমে শেখ রাসেল হল, সন্ধ্যায় বঙ্গবন্ধু হল এবং রাত সাড়ে আটটায় মান্নন হলে তালা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের দাবি না মেনে নেওয়ায় তারা প্রশাসনিক ভবনেও তালা লাগিয়ে দেয়।
এসময় শিক্ষার্থীরা আবাসিক হলে খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১৪ দফা দাবী জানান।
এদিকে দাবি আদায়ের লক্ষ্যে তিন হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়ে ভিসির কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু হলে ৪০০ জন, শেখ রাসেল হলে ৫৫০ জন এবং মান্নান হলে ৫০০জন শিক্ষার্থী রয়েছেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস